আবদুল ওদুদ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বুধবার একটি মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তৃণমূল সমর্থকরা বেজায় চটেছেন। রাজ্য জুড়ে মমতার উপর হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন। কিন্তু কলকাতার কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী জাভেদ আহমেদ খান এই হামলার প্রতিবাদ জানানোর জন্য ভিন্ন পথ বেছে নিলেন। বৃহস্পতিবার সায়েন্সসিটির কাছে চাইনা টাউনে চিনা ও বাংলা ভাষায় দেওয়াল লিখে এর প্রতিবাদ জানালেন। তিনি দেওয়ালে লিখলেন– ‘দিদির জন্য প্রার্থনা– শত্রুদের ছাড়ব না', বাংলার পাশাপাশি তিনি চাইনিজ ভাষাতেও লিখে এই প্রতিবাদ জানান।
জাভেদ আহমেদ খান– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতার সঙ্গে রয়েছেন। দলের দুঃসময়ে সব সময় ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করে আসছেন। বুধবারের ঘটনায় অনেকটাই বিচলিত । বাংলার জননেত্রীর উপর হামলা কোনওমতেই মেনে নিতে পারেননি। তাবই দেওয়াল লিখে প্রতিবাদ করছেন। রাজ্য জুড়ে যখন রাস্তায় নেমে আন্দোলন হয়েছে– তখন জাভেদ আহমেদ খান দেওয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদের পথ বেছে নিলেন। এক প্রতিক্রিয়ায় জাভেদ খান জানান– গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে। দলনেত্রীর উপর হামলার জবাব দেবে ভোট বক্সে। বিরোধী দল বিজেপি পরিকল্পনা করে দলনেত্রীর উপর হামলা চালিয়েছে। এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। চিনারাও এগিয়ে এসেছেন প্রতিবাদ জানাতে।
জাভেজ খানের পুত্র কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান বলেন, দলনেত্রীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে এই দেওয়াল লিখন। পাশাপাশি দলের নির্বাচনী প্রচারেরও কাজ হবে। মানুষকে সচেতন করতেই এই পন্থা বেছে নেওয়া হয়েছে। মানুষের সাড়াও মিলছে। তবে বলব– এই হামলা অত্যন্ত নিন্দাজনক। নন্দীগ্রামে বিজেপি বুঝে গেছে তারা ভোটে জিততে পারবে না। তাই মমতার উপর হামলা চালিয়েছে।
অন্যদিকে চাইনা টাউনে কয়েক হাজার চিনারা রয়েছেন। বেশির ভাগই জন্মসূত্রে এখানকার নাগরিক। প্রত্যেকের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে তারাও দেওয়াল লিখনে সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে তারাও পথে নেমেছেন। অপরদিকে চিনাদের মন জয় করতে এই প্রচার কাজে
সামিল হয়েছেন জাভেদ খান বলে অনেকে মনে করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন