পুবের কলম প্রতিবেদক: এবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা ২০২১ সালের নিট হবে আগামী ১ আগস্ট। একথা জানিয়েছে নিট-এর আয়োজক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা হবে একদিনে। পরীক্ষা হবে পেন ও ওয়েমার শিটের মাধ্যমে।
বিস্তারিত জানা যাবে www.ntaneet.nic.in এই ওয়েবসাইটে।
একটি মন্তব্য পোস্ট করুন