পুবের কলম,শ্রীনগর: কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা তার পুত্র ওমর আবদুল্লা।
প্রসঙ্গত, গত মার্চ মাসের ২ তারিখে শ্রীনগরের একটি হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ৮৪ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ ফারুক আবদুল্লা। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই করোনায় আক্রান্ত হলেন তিনি।
গত
২৪ ঘন্টায় জম্মু- কাশ্মীরে নতুন করে আরও ২০০ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। তবে কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু হয়নি।
বিগত একসপ্তাহে জম্মু- কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা ২১১০। সুস্থ হয়েছে ১২৬১২৯ জন। জম্মুতে ৫১ ও কাশ্মীরে ১৮৪ নতুন আক্রান্ত হয়েছে। তবে বদগাম, পুলওয়ামা, অনন্তনাগ, কিস্তওয়ার সহ কয়েকটি জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডে মৃত্যু হয়েছে ১৯৮৯ জনের।
একটি মন্তব্য পোস্ট করুন