পুবের কলম, কলকাতা: 'দু–তিনদিনের মধ্যে কর্মসূচিতে ফিরব বলে বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়ে এক ভিডিয়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এসএসকেএম থেকে বেডে শুয়ে বলেন, 'হয়তো হুইল চেয়ার বসেই কর্মসূচির কাজ চালিয়ে যাব।'
মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আহ্বান
জানান। তিনি বলেন, 'এমন কাজ করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়।'
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের বিরুলিয়ার কাছে একটি মন্দির থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় থাকে কেউ বা কারা তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তার তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে তোলেন। প্রথমে
সামনের সিটে বসে থাকলেও পরে তাকে পিছনের সিটে বসিয়ে দেওয়া হয়। এরপরেই মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় গ্রিন করিডর ধরে কলকাতার পথে রওনা দেয়।
নন্দীগ্রামে বুধবার থাকার কথা ছিল তাঁর। কিন্তু আহত হওয়ার কারণে তড়িঘড়ি কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এসএসকেএম–এ মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে রাখা হয়েছে। আজ একটি মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। ৮ সদস্যের মেডিক্যাল টিম মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণে রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন