পুবের কলম প্রতিবেদক: কলকাতা সহ এ রাজ্যে বাড়ছে বিদেশি প্রজাতির করোনা সংক্রমণ। এ রাজ্যে ৬ জনের শরীরে ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার করোনার নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এই দিকে এই খবর পেয়ে বিমানবন্দরগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁদের আগে করোনা পরীক্ষা করিয়ে ছাড়া হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
করোনা সতর্কীকরণে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাস্ক ও দূরত্ব বিধি মানাতে ফের কড়া হতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। দেশ জুড়ে টিকাকরণ শুরু হলেও নতুন প্রজাতিতে উপকারি হবে না এই টিকা। গত শুক্রবার ৪ জনের শরীরে বিদেশি প্রজাতির করোনা ধরা পড়েছে, রবিবার তা বেড়ে হয়েছে ৬। আরও কেউ বিদেশি প্রজাতির করোনায় আক্রান্ত হয়েছেন কী না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। এদিকে রাজ্যের নির্বাচন যত এগিয়ে আসছে, স্বাস্থ্য সচেতনতা কমে আসছে। টেস্টের সংখ্যাও কমেছে।
একটি মন্তব্য পোস্ট করুন