পুবের কলম, কলকাতা: নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা মেরে তাঁকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি-তৃণমূলের চাপানউতর চরমে পৌঁছেছে। এরই মধ্যে আজ, বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দুপুরে সিইও অফিসে গিয়ে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এই ঘটনা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে সেটাই হতে চলেছে তৃণমূলের মূল অভিযোগ। উল্লেখ্য নন্দীগ্রামের বিরুলিয়ায় চোট পাওয়ার পরই জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সে সময় তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হবে।
একটি মন্তব্য পোস্ট করুন