পুবের কলম, মুম্বই: শতাধিক ট্রেন যাত্রীর করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর লখনউ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের এক টিকিট পরীক্ষকের করোনা পজিটিভ হওয়ার পর এই আশঙ্কা প্রবল হয়েছে। কেন্দ্রীয় রেল দফতরের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, রেল প্রশাসন অন্য রেলকর্মীদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। লখনউ-মুম্বই পুষ্পক এক্সপ্রেসের ট্রেন যাত্রীদের রেকর্ড সরকারকে পাঠানো হয়েছে যাতে ভাইরাসের বিস্তার রোধে তাদের শনাক্ত ও পরীক্ষা করা যায়।
সূত্র মতে, টিকিট পরীক্ষক দীপক মিশ্র মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে লখনউ থেকে রওনা হন। ১ মার্চ ভোপালে নামার পরে দীপক মিশ্র পরের দিন ভোপাল থেকে আবার পুষ্পক এক্সপ্রেসকে লখনউতে যান। ট্রেনটি লখনউ পৌঁছলে টিটিই জ্বর-জ্বর অনুভব করেন। এর পরে রেল প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। দীপক মিশ্রকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে বাদশাহনগর রেলওয়ে হাসপাতালে রেফার করা হয়েছে, সেখানে তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। তার স্ত্রী করোনা পজিটিভ হয়েছে। এক রেল আধিকারিক জানিয়েছেন, ওই এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন রাজ্যের যাত্রীদের একটি তালিকা তৈরি করে তাদের খবর দেওয়া এবং করোনা পরীক্ষা করার অনুরোধও জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন