পুবের কলম প্রতিবেদক: রবিবার দোল যাত্রা আর সোমবার হোলি। এই উপলক্ষে বেশ কয়েকটি বাড়তি ট্রেন চালু হলেও ওই দুই দিন প্রায় ৪০ শতাংশ মেট্রো চলবে না। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানানো হয়েছে। শুধু যে ট্রেনের সংখ্যা কম থাকবে তা নয়, হোলি-উপলক্ষ্যে বদলে যাচ্ছে কলকাতা মেট্রো পরিষেবার সময় সীমাও।
রবিবার দোল যাত্রার দিন মেট্রো পরিষেবা চালু হবে দুপুর আড়াইটে থেকে। ওই দিন ১০৪ টির পরিবর্তে মোট ৬০ টি ট্রেন চলবে। সোমবার হোলিরদিন চলবে ১৭৬ টি ট্রেন। যেখানে সোম-মঙ্গলবার অফিসের ব্যস্ততার দিনে ২৫২ টি মেট্রো চলাচল করে।
একটি মন্তব্য পোস্ট করুন