পুবের কলম প্রতিবেদক: কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র বেশ কিছুদিন থেকেই বেপাত্তা। দেশ থেকে পালিয়ে দুবাইয়ে থাকার খবর ছিল সিবিআই’র কাছে। কিন্তু আইনি গেরোয় তার নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না। এবার দেশে হোক বা বিদেশে বিনয় মিশ্রকে গ্রেফতার করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে আসানসোল আদালতে ওপেন ওয়ারেন্টের জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। সেই অবেদনে সম্মতি দিয়েছেন বিচারপতি। এবার আর পালিয়ে বেড়াতে পারবেন না বিনয় মিশ্র বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
অন্যদিকে আইপিএস অংশুমান সাহাকে
নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। গরুপাচার কাণ্ডে
ওই আধিকারিককে ৮ মার্চ তলব করা হয়েছে। কয়লা
ও গরু পাচার কাণ্ডে তাঁর নাম সামনে আসার পর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন তৃণমূল যুব নেতা
বিনয় মিশ্র। তার একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা দল। উদ্ধার
হয়েছে বেশ কিছু নথিপত্র। তবে তিনি রয়ে গিয়েছেন গোয়েন্দা নাগালের বাইরেই। তবে এবার আর
তা সম্ভব হবে না বলেই মনে করছেন তদন্তকারী দল। বিনয় মিশ্রের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট
জারি করা হয়েছে। এই ওয়ারেন্টের বলে বছর ভর যে কোনও সময়ে তাকে দেশে বা দেশের বাইরে থেকে
গ্রেফতার করা সম্ভব হবে। আন্তর্জাতিক অপরাধী ঘোষণার আগের প্রক্রিয়া
এই ওপেন ওয়ারেন্ট বলে জানা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন