পুবের কলম প্রতিবেদক: বাংলাকে বেচে দিতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই তোপ দাগলেন স্বরাজ ঘোষ। মঙ্গলবার তৃণমূল ভবনে টিএমসিপিতে যোগদান করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং হুগলি জেলার বিজেপির কিষাণ মোর্চার সভাপতি স্বরাজ ঘোষ।
এদিন তৃণমূলে যোগ দিয়ে স্বরাজ ঘোষ জানান– বাংলাকে বেচে দিতে চাইছে বিজেপি। কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণ করতে চাইছে। তিনি বলেন– বিজেপিতে থাকার সময় যাদের বিরোধিতা করতাম– তারাই এখন বিজেপিতে যোগ দিয়ে বিধানসভার টিকিট পেয়েছেন। বিজেপির দল নিজের আদর্শ থেকে সরে আসছে। যে আদর্শ ছিল– তা এখন পালন হচ্ছে না– তাই তৃণমূলে যোগ দিয়েছি।
এছাড়া টলিউডের তিন তারকা অভিনেতা রিজওয়ান রব্বানি সেখ,অভিনেত্রী পায়েল দেব এবং প্রিয়া পাল যোগদান করলেন তৃণমূলে। এদিন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা।
একটি মন্তব্য পোস্ট করুন