পুবের কলম প্রতিবেদক: মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার ঘটনায় এবার রাজ্যের মু্খ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। শুক্রবার পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। বুধবার নন্দীগ্রামের বিরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে পায়ে আঘাত লাগে মু্খ্যমন্ত্রীর। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। মু্খ্যমন্ত্রী প্রচার চলাকালীন কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মু্খ্যসচিবের কাছে বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। এই ঘটনা কীভাবে ঘটেছে। তার পিছনে কী কারণ রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে কমিশন। পাশাপাশি ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক রয়েছে বলে জানিয়ে কমিশন।
একটি মন্তব্য পোস্ট করুন