পুবের কলম, চণ্ডীগড়: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে চণ্ডীগড়ের ২৫টি অঞ্চলকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল। এই নির্দেশিকা এপ্রিল মাসের শেষ দিন পযর্ন্ত জারি থাকবে। এই এলাকার বাসিন্দাদের করোনা সচেতনতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা–মাস্ক ও স্যানিটাইজেশনের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, সোমবার পযর্ন্ত চণ্ডীগড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৭৪ জন। পাঞ্জাব ও হরিয়ানায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬–৪৬৮। এখনও পযর্ন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছে ৩৭৭ জনের। তবে সোমবার নতুন করে কোনও মৃতু্যর খবর নেই। ১৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মোট সুস্থ ২৩– ৩৪৫। ৩০৮–০৮৬ জনের নমুনা কোভিড পরীক্ষার জন্য জমা পড়েছে। ২৮০–৫৯৪ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন