পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে আর এস এস-এর হিন্দু-হিন্দি-হিন্দুস্তান থিওরি মেনে দেশজুড়ে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বেশ কয়েকবার অমিত শাহ থেকে শুরু করে বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীকেও হিন্দি ভাষার পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে। অন্যান্য আঞ্চলিক ভাষা সংস্কৃতিকে হিন্দি চাপিয়ে দিয়ে চলছে ভাষা সংস্কৃতির আগ্রাসন। এমনকি কেন্দ্রের নতুন শিক্ষানীতিতেও করেছে এই সব নিয়ে বিরোধীরা আগ্রাসন নীতি। বিশেষ করে বিভিন্ন রাজ্যের সরকার আপত্তি জানিয়েও কোনও সুরাহা পায়নি।
এবার কলকাতায় অবস্থিত একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা এসেছে– তাতে সেই হিন্দি আগ্রাসনের অভিযোগটি জেরাল হয়ে ওঠে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফসায়েন্স---এ নির্দেশিকা জারি হয়েছে সর্বস্তরে হিন্দি ভাষার ব্যবহার বাধ্যতামূলক। তাতে বলা হয়েছে– ওই শিক্ষা প্রতিষ্ঠানের অফিশিয়াল কাজে হিন্দি ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। ১৯ মার্চ জারি হয়েছে এই প্রশাসনিক নির্দেশিকা। তাতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত চিঠি লিখতে হবে হিন্দিতে। এমনকি অফিসের কাজ কর্ম থেকে ফাইলসই-সবই করতে হবে হিন্দিতে।
কলকাতায় অবস্থিত এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানটি কেন্দ্রের নির্দেশ কেন মানছে না তা নিয়ে চিঠি পাঠানো হয়েছিল। এর পরই কেন্দ্রের নির্দেশ মেনে হিন্দি ভাষায় যাবতীয় কাজকর্ম করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্যা কাল্টি ভেশন অফ সায়েন্স।
একটি মন্তব্য পোস্ট করুন