পুবের কলম,নয়াদিল্লি: বুকে অস্বস্তি ও ব্যথা অনুভব করায় শুক্রবার সকালে দিল্লির সেনা হাসপাতালে (রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল) যান দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে তাঁর রুটিন চেকআপ হয়। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।
সেনা হাসপাতালের পক্ষ থেকে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি শারীরিক অবস্থা স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। তবে খবরে উদ্বিগ্ন হন দেশের অনেকেই। রাজনৈতিক নেতা-মন্ত্রীরা রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এখন বাংলাদেশ সফরে। সেখান থেকেই তিনি রাষ্ট্রপতির পুত্রকে ফোন করে খোঁজ নিয়েছেন বলে জানা গেছে। তিনি কোবিন্দের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন