পুবের কলম, পূর্ব মেদিনীপুর: আজ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। এর আগে হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে একটি রোড শো করেন তিনি।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি।
গত বুধবার নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুদিন পর, শুক্রবার মনোনয়ন জমা দিলেন শুভেন্দু।
মনোনয়ন জমা দেওয়ার পর, নন্দীগ্রামে বিরুলিয়া বাজার আঘাত পান মুখ্যমন্ত্রী।
আপাতত তিনি এসএসকেএম–এ চিকিৎসাধীন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহতের ঘটনায় নেত্রীর বিরুদ্ধে পরিকল্পনা করে
হামলার অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের
তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল।
তবে বিধানসভা ভোটে নন্দীগ্রাম যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেকথা সকলের জানা।
একসময়ের সহযোগীর সঙ্গেই এবার ভোট যুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একটি মন্তব্য পোস্ট করুন