কলকাতা: গ্রিন করিডর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এসে পৌঁছল কলকাতায়। নন্দীগ্রাম থেকেই সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।এসএসকেএম–এ তার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল টিম। ৫ সদস্যের মেডিক্যাল টিম মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত হয়েছে। wood burn ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রীর বাঁ পা, কোমর ও কাঁধে চোট লেগেছে।
বুধবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ম জমা দেন তিনি। সেখান থেকে মন্দিরে গিযে পুজো দেন তিনি। তারপর বিরুলিয়া বাজারে ্
একটি মন্তব্য পোস্ট করুন