পুবের কলম প্রতিবেদক: এক সময়ের বাম সঙ্গ থেকে শুরু করে অধুনা সঙ্ঘের হাত ধরা। রুপোলি পর্দার পাশাপাশি বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে তারকা মিঠুন চক্রবর্তীর। এ দিনই তিনি গেরুয়া শিবিরে নাম লেখালেন। যদিও তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন তাঁর প্রসঙ্গ। কিন্তু এড়াতে পারলেন না মমতার দলের নেতারা। মিঠুন চক্রবর্তী বিজেপির ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যে সব জনপ্রিয় সংলাপ বলেছেন, তা উদ্ধৃত করেই এবার তাঁকে বিঁধল তৃণমূল নেতৃত্ব। মদন মিত্র বললেন, ‘মিঠুন চক্রবর্তী আসলে জলঢোড়া, তা না হলে মোদীর পায়ে গিয়ে মাথা ঠেকাতেন না।’
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রবিবার ছিল সব থেকে হাইভোল্টেজ লড়াইয়ের দিন। কারণ এদিন ব্রিগেডে যখন ভোট প্রচারে
নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তখন উত্তরবঙ্গ রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকদের মতে– মোদিমমতার সভা পাল্টা সভার থেকেও ভোট বাংলায় রবিবার
জমে থেকেছে ‘মহাগুরুকে’ ঘিরেই। লালাসবুজের গণ্ডি পেরিয়ে আজ মিঠুন চক্রবর্তী
পা রাখলেন গেরুয়া বলয়ে। আর তা নিয়েই তৃণমূলে আক্রমণের লক্ষ্য হলেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন