পুবের কলম, নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই বৈজ্ঞানিকরা শোনালেন আর এক আশঙ্কার কথা। দেশে চলতি বছের অসহনীয় গরম পড়তে চলেছে। গবেষকদের মতে এ বছর উত্তাপ ভয়াবহভাবে বাড়বে। বিশেষ করে দক্ষিণ-এশিয় দেশগুলিতে লু-এর প্রকোপ প্রাণঘাতী হতে পারে।
‘জার্নাল জিওফিজিক্স রিসার্চ ল্যাবরেটরি'র গবেষণা অনুযায়ী দু’ডিগ্রি তাপমাত্রা বাড়ার ফলে সাম্প্রতিক সময়ের তুলনায় তাপমাত্রা তিনগুণ বৃদ্ধি পাবে। গবেষণায় দাবি করা হয়েছে দক্ষিণ-এশিয় দেশগুলিতে প্রতি বছর উষ্ণতাবৃদ্ধি ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে তাপমাত্র নিয়ন্ত্রণে নজর দিতে হবে দেশগুলিকে।
একটি মন্তব্য পোস্ট করুন