আমেরিকা: আমেরিকায় উল্কাপাত। প্রচণ্ড শব্দ ও আলো ঝলকানি দেখা যায় যায় সন্ধ্যার আকাশে। এই ঘটনায় আমেরিকার ভারমন্ট প্রদেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে আমেরিকার পাশপাশি, এই উল্কাপাতের আলোর ছটা সাক্ষী থেকেছেন ইংল্যান্ড ও কানাডার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশের চারদিকে আলোর ঝলকানি দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। পরে বোঝা যায় ওটি উল্কা। প্রচণ্ড গতি নিয়ে মিসিসকোই নদীতে আছড়ে গিয়ে পড়ে উল্কাটি।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রচণ্ড গতি নিয়ে উল্কাটি পৃথিবীর দিকে ছুটে আসে।
যার ফলে বায়ুমণ্ডলে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তার গতির সঙ্গে প্রচণ্ড চাপও তৈরি হয়। উল্কাটি
আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বিজ্ঞানীদের প্রাথমিকভাবে অনুমান,
উল্কাটির ওজন প্রায় সাড়ে চার কেজি। বায়মণ্ডলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার গতিবেগ
ছিল ঘন্টায় ৬৮ হাজার কিলোমিটার।
একটি মন্তব্য পোস্ট করুন