পুবের কলম প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা শুরু হল সোমবার থেকে। কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি-সহ বিভিন্ন জেলার সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। এ বছর সিলেবাস কাটছাঁট করেই পরীক্ষা করা হচ্ছে। অনলাইনেই পরীক্ষা শুরু হয়েছে।
এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য জানান, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে। ১৬ মার্চ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। ধাপে ধাপে সমস্ত পরীক্ষাই সম্পন্ন করা হবে। তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তরের সব বিষয়েই সিলেবাস ২০-৪০ শতাংশ ছাঁটাই হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন