বাগদাদ: আরবিতে ‘সালাম' দিয়ে ইরাক সফর শেষ করলেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। সোমবার বাগদাদ বিমানবন্দর ছেড়ে ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রার আগে বিমান থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে বিদায় নেন তিনি। ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালিহ বিমানবন্দরে উপস্থিত থেকে পোপকে বিদায় জানান।
ইরাক সফর শেষে বিদায়ের আগে ভাষণে পোপ ফ্রান্সিস বলেন, ‘ইরাক সবসময় আমার সাথে– আমার হৃদয় থাকবে।' আরবিতে ‘সালাম– সালাম– সালাম’ বলে তিনি বক্তব্য শেষ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন