পুবের কলম, জম্মু–কাশ্মীর: জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল সেখানকার সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা তিরঙ্গা উত্তোলনের নির্দেশ দিয়েছেন। এরফলে বিভাগীয় কমিশনার অফিস জম্মু সকল ডেপুটি কমিশনার এবং বিভাগীয় প্রধানদের আগামী পনের দিনের মধ্যে সকল সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কিত লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলেছে।
বিভাগীয় কমিশনার
জম্মু কর্তৃক প্রাপ্ত তথ্য অনুসারে, জম্মু বিভাগের বিভিন্ন বিভাগের ডেপুটি কমিশনার/ডিভিশনাল প্রধানদের ভারতীয় পতাকা কোডের বিধান অনুযায়ী উপ-রাজ্যপালের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।
জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা সম্প্রতি বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট ও এসপিদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে, তিনি জম্মু-কাশ্মীরের সমস্ত ২০ জেলার ডিসি, এসপিদের সকল সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পরে এখন কেবল
সেখানে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করা হচ্ছে। এরআগে, জম্মু-কাশ্মীর রাজ্যের সংবিধানের ১৪৪ অনুচ্ছেদের অধীনে পৃথক পতাকা গ্রহণ করা হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন