পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি দেশের কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গেও কয়েক দিন ধরে বাড়ছে করোনা। চিকিৎসকরা মনে করছেন- ভোট-বাজারে স্বাস্থ্যবিধিতে ঢিলেমি আগামী দিনে বিপদ ডেকে আনতে পারে। সরকার বা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক– এমন দাবিও তুলেছে চিকিৎসক সংগঠনগুলি।
যদিও রাজ্যের স্বাস্থ্য দফতর বলছে পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রস্তুত। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলা করতে সব হাসপাতালকে প্রস্তুত রাখা হচ্ছে এবং কন্ট্যাক্ট ট্রেসিং বা সংক্রামিতদেরসংস্পর্সে আসা ব্যক্তিদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হচ্ছে। এ নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, আমরা সব ধরনের পরিকাঠামো প্রস্তুত রাখছি। সরকারি হাসপাতালগুলি প্রস্তুত। কন্ট্যাক্ট ট্রেসিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। টেস্টের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। মাস্ক পরা ও করোনা প্রতিরোধের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন