লিমা: পেরুর কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট আলর্বাতো ফুজিমোরির বিরুদ্ধে (৮২) ইতিমধ্যেই জোর করে হাজার হাজার মানুষকে বন্ধ্যাত্বকরণরে অভিযোগ আনা হয়েছিল। দেশটির হাজার হাজার নারী অভিযোগ করে আসছেন, তাঁদের জোর করে বন্ধ্যাত্ব করা হয়ছে। আর ফুজিমোরির পক্ষ থেকে দাবি করা হচ্ছ, সম্মতির ভিত্তিতে জন্মনিরোধের এই পদ্ধতি অবলম্বন করা হয়ছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জন্মনিয়ন্ত্রণ র্কমসূচরি অংশ হিসেবে ফুজিমোরির প্রশাসন ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল র্পযন্ত ২ লাখ ৭০ হাজাররে বেশি নারী ও ২২ হাজার পুরুষকে বন্ধ্যাত্ব করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন