নয়াদিল্লি: গত বছর উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত ৭৫৫টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৮২৯জনকে। বুধবার সংসদে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এদিন রাজ্যসভায় বলেন, সবকটি কেসেই তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে তদন্ত হয়েছে। অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিকেও তদন্তকাজে ব্যবহার করা হচ্ছে।
অভিযুক্তদের পরিচয়, প্রভাব না দেখেই গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, দিল্লি পুলিশ জানিয়েছে এই সহিংসতার ঘটনায় মোট ৭৫৫টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ৬২টি গুরুতর মামলার তদন্ত করছে অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল। এক লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান, সব মিলিয়ে মোট ১৮২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন