পুবের কলম প্রতিবেদক: ভোট আসলেই দলবদলের হিড়িক পড়ে যায়। স্বার্থগন্ধী রাজনীতিকরা নতুন দল খুঁজে নেন। কিন্তু কিছু মানুষ থাকেন যারা দলের বিশ্বস্ত। পিছন থেকে গড়েন সংগঠন। হয়ে ওঠেন কিংমেকার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে সুব্রত বক্সী এমনই এক একনিষ্ঠ অনুগত লড়াকু যোদ্ধা। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তখন থেকেই তাঁর পাশে রয়েছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। বহু ঝড়ঝাপটা এসেছে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে এসেছে বিজয়। ২০১৬-তেও রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে তারা। এবার সামনে একুশের ভোট। পুরনোদের মধ্যে মমতার বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা এখন বিজেপিতে। কিন্তু ‘মমতাদি’কে একা পথে ছাড়েননি সুব্রত বক্সী। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সামলাচ্ছেন দলের রাজ্য সভাপতির গুরুদায়িত্ব। বছর সত্তরের সুব্রত বক্সীকে দলের সবাই ‘স্পষ্টবাদী’ হিসেবেই চেনেন।
একটি মন্তব্য পোস্ট করুন