সেখ কুতুবউদ্দিন
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ের আসন সংখ্যা বাড়ল। বর্ধমান সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে আরবির স্নাতকোত্তর চালু হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুটি কলেজের আরবির স্নাতকের পাশ ও অনার্স কোর্স চালু ছিল। আরও দুটি কলেজ মিলে মোট চারটি কলেজে আরবির স্নাতকে পাশ ও অনার্স কোর্স চালু হয়েছে।
ইতিমধ্যে রাজ্যে আরবির পঠনপাঠনে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১টি। সাধারণ ও পাশ কোর্স মিলে কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬টি। রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলে আরবি বিষয়ে পঠনপাঠনের জন্য বিএড প্রতিষ্ঠান রয়েছে ২০টি’রও বেশি।
এ রাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে পিএইচডি। এমফিল পড়ানো হয় কলকাতা, গৌড়বঙ্গ এবং আলিয়া মিলে তিনটি বিশ্ববিদ্যালয়ে। আরবিতে এমএ পড়ানো হয় রাজ্যের ৪টি বিশ্ববিদ্যালয়ে। সব বিশ্ববিদ্যালয়েই স্নাতকের পাস কোর্স চালু রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৮৫টি আসন নিয়ে আরবি কোর্স চালু হয়েছিল ১৯০৭ সালে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৪০টি আসনে আরবির স্নাতকের পাশ কোর্স চালু হয় ১৯২১ সালে।
একটি মন্তব্য পোস্ট করুন