কলকাতা: রাজ্যে আসতে চলেছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ৮ মার্চের মধ্যে রাজ্যে এসে পৌঁছনোর কথা তাদের। সুষ্ঠুভাবে ভোট করতে সচেষ্ট নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় ২৫ ফেব্রুয়ারির মধ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল রাজ্যে। সোমবার পর্যন্ত রাজ্যে এসেছে ১১৮ কোম্পানি বাহিনী। আগামী ২৫ মার্চের মধ্যে রাজ্যে মোট ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানা গিয়েছে।
বাহিনী বিন্যাসের
ক্ষেত্রে সর্বাধিক হারে দক্ষিণ ২৪ পরগনার জন্য বরাদ্দ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে বাহিনী কমানো হয়েছে উত্তরবঙ্গের পাহাড় এলাকা। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার জন্যও ২৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন