কলকাতা: বিধানসভার ভোটের প্রচারে আজ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মঞ্চে যেমন রয়েছেন অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদী। সেই সঙ্গে রয়েছেন বলিউড খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী।
রয়েছেন মুকুল রায়, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জী, তথাগত রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য সহ বহু বর্ষীয়ান নেতা।তবে রাজনৈতিক মঞ্চ মানেই সাধারণ মানুষের উচ্ছ্বাস। মাঠে বিভিন্ন সাজে দেখা গেল অনেককেই।
পদ্মফুলকে সামনে রেখে সামনে রেখে নিজেকে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছেন অনেকে্ই। আবার কেউ সারা গায়ে পদ্মফুল এঁকেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন