পুবের কলম, নয়াদিল্লি: রামদেবের করোনার প্রতিষেধক ওষুধ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কেন্দ্রীয় সরকার করোনার জন্য আয়ুর্বেদ ওষুধ তৈরির দায়িত্ব নিল। এই নিয়ে একটি কমিটি তৈরি করেছে আয়ুষ মন্ত্রক। আইসিএমআর এবং এইমস-এর প্রতিনিধিও রাখা হয়েছে এই কমিটিতে।
মন্ত্রকের মতে, ভারতের পুরাতন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করোনার দাওয়াই তৈরি সম্ভব। করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য এবং সংক্রমণ প্রতিরোধ করার জন্য আয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য রিসার্চ ও টেস্ট শুরু হতে চলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন