পুবের কলম প্রতিবেদক: সারদা কান্ডে তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি। ভোট যত এগিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি, সিবিআই তত সক্রিয় হচ্ছে। এর আগে কুণাল ঘোষ, শুভাপ্রসন্ন সিংহকে তলব করা হয়েছে। এদিনই আরও এক তৃণমূল নেতা সমীর চক্রবর্তী সমীর চক্রবর্তীকে সারদা কান্ডে ইডি’র দফতরে হাজিরা দিতে হয়। আগামী ১৮ মার্চ ইডি’র দফতরে মদন মিত্রকে ইডি’র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
অন্যদিকে আইকোর চিটফান্ডে এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী সপ্তাহেই তাঁকে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন তিনি নোটিশ হাতে পাননি। নোটিশ হাতে পাওয়ার পর যা বলার বলবেন। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে সৎ, সে ভয় পায় না।
একটি মন্তব্য পোস্ট করুন