কায়রো: মিশরে হত্যার দায়ে গত মঙ্গলবার ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ফাঁসির ঘটনার নিন্দা জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর একজন জানান, আলেকজান্দ্রিয়া শহরের কাছে বোর্গ আলআরব কারাগারে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে আলেকজান্দ্রিয়া ও বেহেইরা অঞ্চলে কয়েকটি হত্যা মামলায় দণ্ডিত ছিলেন ওই ১১ জন।
সর্বশেষ গত শনিবার তিন নারী-সহ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দু’দিন যেতেই আজ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হল। গত ডিসেম্বরে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশরের প্রেসিডেন্ট আবদেলফাত্তাহ আলসিসির শাসনকালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থাটি তখন জানিয়েছিল, ২০২০ সালে অক্টোবর ও নভেম্বরে অন্তত ৫৭ জন নারী-পুরুষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন