পুবের কলম: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হলেন পুরাতন মালদা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সকাল সোয়া দশটা থেকে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকার চৌরঙ্গী মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ঘোষ, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী উজ্জ্বল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা । এদিন পুরাতন মালদা টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল অবরোধের মধ্যেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কুশপুত্তলিকাও দাহ করা হয়।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদের আলিপুরদুয়ারে চৌপাথি বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। বুধবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নন্দীগ্রামে তৃনমূল নেত্রীর উপর হামলা করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিক্ষোভে সামিল হন আলিপুরদুয়ার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বমী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিককে বৃহস্পতিবার শিলিগুড়ি জংশনে তৃণমূল কর্মীসমর্থকরা গাড়ির টায়ার জ্বালিয়ে খানিকক্ষণ অবরোধও করেন।এমনকি বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন তারা। অন্যদিকে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস। এই মিছিলে পা মেলান শিলিগুড়ি বিধানসভার প্রার্থী ওম প্রকাশ মিশ্র সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা। পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল যুব সংগঠনের জলপাইগুড়ির জেলা কমিটির সদস্যরা। তৃণমূল যুব সংগঠনের জলপাইগুড়ির জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন