পুবের কলম প্রতিবেদক: সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও শুষ্ক আবহাওয়া বইছে এতে অস্বস্তির মধ্যে পড়তে হয় দক্ষিণবঙ্গের মানুষদের।একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গরে র্পাবত্য জেলাগুলোতে বৃষ্টি চলবে।
পশ্চিমী ঝঞ্ঝা র্পূবমুখী হওয়ায় তার প্রভাব পড়ছে সিকিমিসহ উত্তর র্পূব ভারতের রাজ্যগুলিতেও। অন্যদিকে পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে সকালের দিকে সামান্য কুয়াশা লক্ষ্য করা যায় উপকূলের জেলাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
একটি মন্তব্য পোস্ট করুন