পুবের কলম প্রতিবেদক: ফের বন্ধ হচ্ছে ব্যাঙ্ক। আগামী ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত একটানা সাত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। উল্লেখ্য, চলতি মাসের ১৫ এবং ১৬ তারিখে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে বিপর্যস্ত হয় ব্যাঙ্ক পরিষেবা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছিল।
২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আবারও একটানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ ব্যাঙ্কের যাবতীয় কাজ তার আগে সেরে ফেলতে হবে এই কয়েকদিনের মধ্যেই। একটানা এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যার মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে। ২৭ মার্চ চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৮ মার্চ রবিবার ব্যাঙ্ক বন্ধ। সেদিন আবার রয়েছে দোল উৎসব। ২৯ মার্চ সোমবার হোলি। ৩০ মার্চ ব্যাঙ্ক খোলার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। ৩১ মার্চ চলতি অর্থবর্ষে শেষ দিন সে কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ এপ্রিল একাউন্ট ক্লোসিং দিন। ২ এপ্রিল গুড ফ্রাইডে। ৩ এপ্রিল ব্যাঙ্ক খোলা থাকবে। আবারো টানা ব্যাঙ্ক বন্ধ থাকায় একাধিক সমস্যার মুখোমুখি হতে পারে সাধারণ মানুষ।
একটি মন্তব্য পোস্ট করুন