পুবের কলম,নয়াদিল্লি:
ফিটনেসের কারণে ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর যেসকল মহিলাকর্মীকে স্থায়ী কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের অবিলম্বে স্থায়ী কমিশনে স্থান দিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেনাবাহিনীর স্থায়ী কমিশনে নিজেদের স্থান করে নিতে মহিলাদের যে মেডিক্যাল ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়– তা অযৌক্তিক ও স্বেচ্ছাচারী– এমনটাই ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। সেনাবাহিনীতে নিয়োগ পদ্ধতি সম্পর্কে শীর্ষ আদালতের তরফে বলা হয়, আমাদের বুঝতে হবে যে সমাজের কাঠামো পুরুষদের জন্যই তৈরি করা হয়েছিল এবং তা পুরুষরাই তৈরি করেছিলেন। সেনাবাহিনীর কাজ এমনিতেই কঠিন।
বিচারপতি চন্দ্রচূড় স্থায়ী কমিশনে মহিলা অফিসারদের স্থান দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, বহু মহিলা অফিসাররাই
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন।বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠানে তাঁদের সাফল্যকেও এড়িয়ে যাওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে– স্থায়ী কমিশনের বোর্ডে যাঁরা রয়েছেন– তাঁরা নির্বাচনের বদলে আবেদন বাতিল করার জন্যই ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সেনাবাহিনীতে মহিলা অফিসারদেরও পুরুষদের মতোই কমান্ডিং পদে নিয়োগ করা যেতে পারে। স্থায়ী কমিশনেও তাঁদের স্থান দিতে হবে। দীর্ঘদিন ধরে মহিলাদের কমান্ডিং পদে নিয়োগ না করা ও স্থায়ী কমিশনে স্থান না দেওয়ার সিদ্ধান্তকে সমালোচনা করে কোর্টের তরফে বলা হয় যে এই ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক ও অত্যন্ত বিরক্তিকর।
একটি মন্তব্য পোস্ট করুন