পুবের কলম, চেন্নাই: কেকের উপর দেশের জাতীয় পতাকা কিংবা অশোকচক্রের ডিজাইন আঁকা থাকলে– সেই কেক কাটা কি দেশবিরোধী’ কাজ দেশকে কি অপমান করা হয় এর মধ্য দিয়ে এই প্রশ্ন তুলে মামলা হয়েছিল আদালতে। তারই শুনানিতে সোমবার মাদ্রাজ হাইকোর্ট সাফ জানিয়ে দিল– তেরঙ্গা ও অশোকচক্রের আদলযুক্ত বা এর ডিজাইন থাকলে সেই কেক কাটাতে কোনও দেশপ্রেমহীনতার পরিচয় দেওয়া হয় না। আর এর মাধ্যমে অপমানও করা হয় না দেশকে।
ডি সেন্তিলকুমার আদালতে মামলা করেছিলেন যে– এই ধরনের কেক কাটা প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট– ১৯৭১’এর অধীনে আইনত দণ্ডনীয় অপরাধ। ২০১৩ সালে ক্রিসমাস ডে উপলক্ষে এ ধরনের তেরঙ্গা ও অশোকচক্র সম্বলিত একটি কেক কাটা হয়েছিল কোয়েম্বাটুরে। সেখানে প্রশাসনের পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই ঘটনাকে লক্ষ্য করেই মামলা হয়েছিল। এদিন শুনানির সময় বিচারপতি এন আনন্দ বেঙ্কটেশ বলেন– পতাকা তুলে ধরলেই কেউ দেশপ্রেমিক হয়ে যান না। কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন