পুবের কলম,নয়াদিল্লি: সবাই যেন করোনা রোগের টিকা নিতে পারে এটা সুনিশ্চিত করা আজ বিশ্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এমন এক পরিস্থিতিতে যখন করোনা স্বতন্ত্র রূপ নিয়ে আবার আছড়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য বিশ্বব্যাপী উদ্যোগের প্রয়োজন। করোনা সংক্রমণ রোধ করতে টিকাকরণ অভিযানে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা সত্যি প্রশংসনীয়।
বিশ্বের সব বড় বড় দেশ যেমন আমেরিকা, ফ্রান্স এমনকী বিশ্বব্যাঙ্কও টিকা অভিযানে শামিল হয়ে সহযোগিতা করছে। কিন্তু তবুও মাত্র দশটি দেশে ৭৫ শতাংশ টিকাকরণের কাজ এ যাবৎ হয়েছে। অর্থাৎ মানবজাতির এক বিরাট অংশ এখনও করোনার মতো মহামারির প্রতিষেধক থেকে বঞ্চিত। এখানেই ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত নিজেদের টিকা উৎপাদন আরও ত্বরান্বিত করেছে যাতে যে সব দেশ টিকা পায়নি তাদের উপহারস্বরূপ ভারত টিকা পাঠাতে পারে। ভারত ইতিমধ্যেই উপহারস্বরূপ টিকা পাঠানোর কাজ শুরু করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যেমন, বাংলাদেশ– নেপাল– ভুটান– মালদ্বীপ– মরিসাস– শ্রীলঙ্কা– বাহরাইন– মায়ানমার– সিসিলিস– ওমান– আফগানিস্তান– বার্বাডোস এবং ডমিনিকা।
একটি মন্তব্য পোস্ট করুন