কলকাতা: রঙ্গকর্মী আয়োজিত নাট্য উৎসব "সমন্বয় -৯" ২০২১, যা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ মার্চ - ১০ মার্চ ২০২১, ঊষা গাঙ্গুলী মঞ্চ , রঙ্গকর্মী স্টুডিও থিয়েটারে। বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের শিল্প-স্ংস্কৃতির বিভিন্নতাকে একই মঞ্চে সমবেত করাই "সমন্বয়-৯"। পুতুল নাচ, মুখাভিনয় এবং নাটক ইত্যাদি বিভিন্ন শিল্পকলা, নানাবিধ সাংস্কৃতিক শিল্প মহলের প্রতিভাবান শিল্পীদের প্রতিনিধিত্বাধীন দলগুলির দ্বারা মঞ্চস্থ হতে চলেছে।
"সমন্বয়"-এর ভাবনা রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা (প্রয়াত) শ্রীমতী ঊষা গাঙ্গুলীর চিন্তাপ্রসূত । বিভিন্ন সাংস্কৃতিক মহল তথা দলগুলিকে সাংস্কৃতিক শিল্পচর্চার উদ্দ্যেশ্যে একই মঞ্চে সমন্বিত করাই 'সমন্বয়'। ভারতবর্ষের বিবিধ সংস্কৃতি, শিল্পকলা তথা চারুকলা প্রদর্শন এবং প্রচারের একটি মাধ্যম এই মঞ্চ । থিয়েটারের প্রতি প্রবল অনুরাগ এবং নিষ্ঠাই ঊষা গাঙ্গুলীর পরিচয়। ২০২০ সালের এপ্রিল মাসে তাঁর অকস্মাৎ প্রয়াণে যে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ
হবার নয়।
৬ই মার্চ: নাট্য উৎসব "সমন্বয়-৯" এর উদ্বোধনী অনুষ্ঠান , বিকেল ৫ টা। উদ্বোধন পরবর্তী অনুষ্ঠান রঙ্গকর্মী নাট্যদল অভিনীত নাটক 'Sarhadein' , নির্দেশনা- নিলাদ্রী ভট্টাচার্য্য।
৭ই মার্চ---আনন্দমহল, দক্ষিণ গড়িয়া নাট্যদল দ্বারা অভিনীত নাটক 'মুক্তি', নির্দেশনায় সৌরভ মুখোপাধ্যায়। এর পরবর্তী , ডলস্ থিয়েটার গ্ৰুপের নাটক (পাপেট শো) 'Taming of the wild', নির্দেশক- সুদীপ গুপ্ত।
৮ই মার্চ----- নির্দেশক দীপঙ্কর সেনের নির্দেশনায় ভীমরতি নাট্যদলের নাটক 'পাঁচকান'। এর পরবর্তী অনুষ্ঠান -- দি সোমা মাইম থিয়েটার দলের মুখাভিনীত নাটক 'দেবী', নির্দেশনায় সোমা দাস।
৯ই মার্চ------ নির্দেশক প্রবীর গুহর নির্দেশনায় অল্টারনেটিভ লিভিং থিয়েটার নাট্যদলের নাটক 'কালারস্ অফ লভ'। এর পরবর্তী--- নির্দেশক মাহমুদ আলমের নাটক 'সাফারনামা', পরিবেশনায়
জানুস্ সেন্টার ফর ভিসুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস।
১০ই মার্চ----- যাদবপুর মন্থন দলের নাটক 'বলাই', নির্দেশনায় অনীক ঘোষ এবং পরবর্তীতে নির্দেশক সুজন মুখোপাধ্যায়ের নির্দেশনায় , চেতনা নাট্যদলের নাটক 'গিরগিটি'। এরই সঙ্গে রঙ্গকর্মীর তরফ থেকে এই পাঁচ দিন ব্যাপী নাট্য উৎসবে আমন্ত্রিত বিভিন্ন
বিশিষ্ট অতিথিগণ---- শ্রী গৌতম ঘোষ, শ্রীমতী অলকানন্দা রায়, শ্রী আশিষ দাস, শ্রী প্রবীর গুহ এবং শ্রী জওহর সরকার --কে সম্মানিত করা হবে।
প্রসঙ্গত, 'রঙ্গকর্মী'- এক সংস্কৃতি এক প্রথা এক আন্দোলনের নাম। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে রঙ্গকর্মীর উদ্ভব এবং বর্তমানে রঙ্গকর্মী কলকাতার অন্যতম প্রথম সারির তথা প্রধান হিন্দী নাট্যদল।
একটি মন্তব্য পোস্ট করুন