পুবের কলম, কলকাতা: পুবের কলম প্রতিবেদক: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চক্রান্ত করে রেখা যাবে না। নিজের যন্ত্রণার থেকে মানুষই তাঁর কাছে বড়। তাই ভাঙা পায়ে হুইলচেয়ারে করেই তিনি সারা বাংলা ঘুরবেন। খেলা হবে। মানুষের কাছে যাবেন। নন্দীগ্রাম দিবসে দলের এক মিছিল শেষে হাজরা মোড়ে এভাবেই আগামী দিনের পরিকল্পনা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রবিবার দুপুরে ধর্মতলার গান্ধিমূর্তির পাদদেশে থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই মিছিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে হাজার হাজার মানুষও সামিল হন। সেই মিছিল যাঁকে ঘিরে আবর্তিত হয় তিনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হাজরা মোড় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, আজ তিনি দুর্গাপুর যাচ্ছেন। সেখানে দলীয় কর্মসূচি রয়েছে। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামের কথা বললেও মানুষের জন্য তিনি বেরিয়েছেন। মমতার কথায়, আমার যন্ত্রণা হচ্ছে কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়ে মানুষের যন্ত্রণা অনেক বড়। হৃদয়ের যন্ত্রণা, গণতন্ত্রের যন্ত্রণা বড়।
মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে বলেন, 'আমার পায়ে ব্যথা রয়েছে।মানুষের
ব্যথা আরও বেশি করে অনুভব করেছি।
একটি মন্তব্য পোস্ট করুন