ফারুক আলম: রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে এখন গেরুয়া শিবিরে। ‘স্যাটেলাইট’ নিউ টাউন শহরে কে হবেন আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী? জল্পনা তুঙ্গে। তৃণমূল প্রার্থীর দৌঁড়ে নাম ভাসছে অনেকেরেই। এরই মাঝে নেতাদের অনুগামীরা ‘বিধায়ক’ হিসাবে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন পুরোদস্তুর। প্রার্থী হিসাবে দেখতে চেয়ে ফেসবুকের ওয়ালে ভেসে উঠছে তাপস চ্যাটার্জি– প্রবীর কর ও মুহম্মাদ আফতাব উদ্দিনদের নাম। তাপস বর্তমানে তৃণমূল পরিচালিত বিধাননগরের প্রশাসনিক বোর্ডের সদস্য ও নিউ টাউন বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরও বটে। অন্যদিকে– দলের পুরানো দিনের সঙ্গীপ্রবীর কর রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নিউ টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতিরও দায়িত্বে রয়েছেন। আর যুব মুখ হিসাবে পরিচিত আফতাব উদ্দিন নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি– পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ ও দলের বহু পুরানো। তৃণমূলের এই তিন নেতাকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে রীতিমতো ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়।
১১৫ রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ভূমিপূত্র– কাজের মানুষ কাছের মানুষ তাপস চ্যাটার্জিকে বিধায়ক হিসাবে চাই। ভোটের দিনক্ষণ প্রকাশের পর এমন পোস্ট করলেন সাব্বির রহমান নামে এক তাপস অনুগামী। প্রবীরকে প্রার্থী চেয়ে মনোজ কুমার ঘোষের আবেদন– ‘দীর্ঘ দিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক রাজারহাট-নিউ টাউন বিধানসভায় প্রার্থী হিসাবে প্রবীরদা তোমাকেই চাই’। আফতাব অনুগামী মীর ফারুক হায়দার লিখছেন– ‘এই মানুষটিকে একবার বিধায়ক প্রার্থী হিসাবে দেখতে চাই। কারণ এই মানুষটি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করছেন। তিনি সিপিএমের অত্যাচার সহ্য করেছেন....’। তবে– এই তিন জনের নাম ছাড়াও আড়ালে কানাঘুষো শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সরকারি দক্ষ এক আমলার নাম। একই তালিকা ভাসছে– এক সাংসদ পরিবারের বিধায়কের নাম ও তৃণমূলের এক মেয়রের স্বামীর নাম। যদিও– এসবের মধ্যে নিউ টাউনে তৃণমূল প্রার্থী কে হবে! সঠিক সময়ে সেই সিলমোহর দেবেন তৃণমূনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের এই আবেদন নিয়ে আফতাব সরাসরি কিছু মুখ খুলতে না চাননি। তবে তিনি বলেন– ‘নিউ টাউনের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুগামীরা নিজেদের আবেগের কথা লিখছে। দল যখন যে দায়িত্ব দিয়েছে– সেই কাজ করেছি। আগামীতেও তাই করব’।
একটি মন্তব্য পোস্ট করুন