ওয়াশিংটন: কোভিড-১৯ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ১ লাখ ৯০ হাজার ডলারের করোনা তহবিল কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে অনুমোদন পেয়েছে। আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে।
শনিবার সকালে
মার্কিন সিনেটররা ৫০-৪৯ ভোটে আইনটি পাস করেন। এর আগে বেশ কয়েকটি সংশোধনী নিয়ে কাজ করেন
তাঁরা।
প্যাকেজটি সিনেটে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘অগ্রগতির এটিকে বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় তিনি আবারও দেশবাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন