পুবের কলম, জয়পুর: আসন্ন হোলি ও শবেবরাতে জনসমাগমপূর্ণ উদযাপন বন্ধ করল রাজস্থান সরকার। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।বুধবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, যা এ বছরের নিরিখে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্যে নাইট কারফিউ জারি হয়েছে। অফিস– শিক্ষা প্রতিষ্ঠান– পাবলিক প্লেসে জনসমাগমে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
রাজস্থান সরকার আসন্ন হোলি উৎসবে ভিড় হবে বলে মনে করেছে। সে কারণেই এই সিদ্ধান্ত। শবে বরাতে মুসলিমরা সাধারণত আল্লাহর ইবাদত করে থাকে। সেটা ঘরে বসেই হয়। তবে কোনও জায়গায় যাতে কোনও ভিড় না হয় এ উপলক্ষে– তাই বাড়তি সতর্কতা জারি রাজ্যটির। কোনও পাবলিক প্লেস– পার্ক– বাজার– ধর্মীয় স্থানে কোনও অনুষ্ঠানও করা যাবে না উৎসব উপলক্ষে– নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। দিল্লি– মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ও হরিয়ানা ইতিমধ্যেই হোলি ও শবেবরাত উপলক্ষে উৎসব উদযাপন ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন