পুবের কলম প্রতিবেদক: প্রাথমিকে দ্রুত নিয়োগের দাবিতে জেলায় জেলায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ ও অবরোধ অব্যাহত রয়েছে। মঙ্গলবার কলেজ স্ট্রিট সহ মু্খ্যমন্ত্রী বাড়ি সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, দ্রুত কাউন্সেলিং করে প্রাথমিকে নিয়োগ করতে হবে। এদিকে প্রাথমিকের নিয়োগে প্রশ্নভুল সহ একাধিক মামলায় প্রার্থীদের খতিয়ে দেখে নিয়োগেরও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ মেনে যোগ্য প্রার্থীদের যাতে নিয়োগ দেওয়া হয় তার দাবি জানানো হয়। এদিকে দ্রুত নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের দফতরের সামনে চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ হয়।
গত মাসের ১০ ফেব্রুয়ারি ২০০৯ সালের প্রার্থীদের প্যানেল বের হওয়া সত্বেও এখনও পর্যন্ত ওই প্রার্থীদের নিয়োগ করা হয়নি অথচ ১৬ ফেব্রুয়ারি ১৪ সালের যে প্যানেল প্রকাশিত হয়, তাদের নিয়োগপত্র দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, এই প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ অমান্য করা চলবে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে যাতে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে না দেওয়া হয়, তার জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে আর্জি জানান তাঁরা। এদিকে চাকরি প্রার্থীদের প্যানেল বের হলেও পর্ষদ জানিয়েছে, আরও প্যানেল বের হবে। এদিকে নিয়োগ প্রক্রিয়াও এূন স্থগিত রয়েছে। তাই এখনও অধিকাংশ চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি। তাঁদের দাবিপত্র জেলা শাসক ও জেলা ডিআইদের কাছেও জমা দেন প্রার্থীরা।
একটি মন্তব্য পোস্ট করুন