পুবের কলম, পাঞ্জাব: পথ দুঘর্টনা মৃত্যু হল পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজানের। বয়স হয়েছিল ৩১ বছর। মঙ্গলবার সকালে অমৃতসরের কাছে জানদিওয়ালা গুরুর কাছে পথ দুঘর্টনা প্রাণ কেড়ে নেয় দিলজানের। জানা গিয়েছে, তার গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দিলজানকে মৃত বলে ঘোষণা করেন। দিলজানের বাড়ি করতারপুরে। তার স্ত্রী ও সন্তান কানাডায় রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে একাই ছিলেন।দুঘর্টনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি গতিবেগ বেশি থাকার জন্য এই দুঘর্টনা। সঙ্গীতশিল্পীর
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তাঁর মৃত্যুতে সঙ্গীতমহলে শোকের ছায়া।
একটি মন্তব্য পোস্ট করুন