হায়দরাবাদ: তেলেঙ্গানার মেডক জেলায় এক উপজাতি মহিলাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃতু্য হয়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাকরি বাঈ (৪২)। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। সোমবার তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মঙ্গলবারই তাঁর মৃত্যু হয়। সোমবার ছিল আন্তর্জাতিক মহিলা দিবস। আর সেদিনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজের পাওনা টাকা চাইতে গিয়েছিলেন এক ব্যক্তির কাছে। অভিযুক্ত ব্যক্তি টাকা দিতে অস্বীকার করে এবং তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে মেডক জেলার গদিপেড্ডাপুর গ্রামে। অগ্নিদগ্ধ অবস্থায় ‘বাঁচাও-বাঁচাও', চিৎকার করতে করতে ওই মহিলা রাস্তায় দৌড়াতে শুরু করেন। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম পি সাদাত। পেশায় সে একজন কসাই। তাকে গ্রেফতার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন