পুবের কলম, নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সফল।ট্যুইট করে এমনই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । শনিবার রাষ্ট্রপতিকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। এইমস সূত্রে খবর, রামনাথ কোবিন্দের শরীরের অবস্থা এখন ‘স্থিতিশীল’।
প্রতিরক্ষামন্ত্রী
জানান, তিনি চিকিৎসক রণদীপ গুলেরিয়ার সঙ্গে কথা বলেন।এইমস-এর বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে থাকবেন রাষ্ট্রপতি। রাজনাথ
সিং ট্যুইটারে লেখেন, ''রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সফল হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার করার জন্য আমি চিকিৎসকদের দলকে অভিনন্দন জানাচ্ছি।
রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এইমসের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি।
তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।''
৭৫ বছর বয়সি রাষ্ট্রপতির
শুক্রবার বুকে অস্বস্তি শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য দিল্লির
সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথমে সেখানেই ভর্তি হন তিনি।
শনিবার তাঁকে সামরিক হাসপাতাল থেকে এইমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
এরপর এইমসে ভর্তি হন রাষ্ট্রপতি।
সেখানেই মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার করা
হয়।
একটি মন্তব্য পোস্ট করুন