কাবুল: আফগানিস্তানে একই টেলিভিশন স্টেশনে কর্মরত তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। চতুর্থ আরেকজন নারী সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দু’টি আলাদা, তবে সুসংগঠিত আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে জালালাবাদ শহরে। পুলিশ বলেছে, এ ঘটনায় জড়িত মূল অস্ত্রধারী একজনকে তারা গ্রেফতার করেছে। তালিবানের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে। তবে তালিবানরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশটিতে সাংবাদিক, অধিকারকর্মী ও অন্য রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এভাবে টার্গেট করে হত্যা করা হচ্ছে অনেক মানুষকে। সর্বশেষ যে তিন নারী সাংবাদিককে হত্যা করা হল তারা সম্প্রতি হাইস্কুলের পড়া শেষ করেছেন। এরপরই যোগ দিয়েছিলেন ইনিকাস টিভি স্টেশনের ডাবিং ডিপার্টমেন্টে। এই টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি এ কথা বলেছেন। নিহতদের মধ্যে মুরসাল ওয়াহিদি হেঁটে বাড়ি যাওয়ার সময় তাঁর ওপর অস্ত্রধারীরা হামলা চালায়। অন্য নিহত দু’জনকে শুধু শাহনাজ এবং সাদিয়া নামে শনাক্ত করা গিয়েছে। তাঁরা বাড়ি ফেরার পথে আলাদা হামলায় নিহত হয়েছেন। জালমাই লতিফি বলেছেন– তাঁরা পায়ে হেঁটে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় এই হামলা হয়েছে। আহত চতুর্থ সাংবাদিককে দ্রুত হাসপাতালে দেওয়া হয়েছে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ওদিকে নাঙ্গারহার পুলিশ প্রধান জুমা গুল হেমাত বলেছেন, পুলিশ অন্য হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। তারা মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল মূল হামলাকারী। এ সময় তাকে আমরা গ্রেফতার করেছি। হামলা চালানোর কথা স্বীকার করেছে সে। তালিবানের একজন সদস্য সে।
একটি মন্তব্য পোস্ট করুন