পুবের কলম, নয়াদিল্লি: এনআরআই স্বামী বিচ্ছিন্না স্ত্রীদের আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মামলাটি শোনবার জন্য সম্মতি দিয়ে মামলাটি আগামী জুলাই মাসের লিস্টে রাখার নির্দেশ দিয়েছে। সোমবার একদল মহিলাদের পক্ষে দাঁড়ান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কলিন গনজালভেন্স– এনজিও প্রবাসী লিগাল সেলও এই মামলার পক্ষ নিতে চাইছে। এ ছাড়া দিল্লি শিখ গুরদোয়ারা কমিটিও আলাদা মামলা করেছে এই একই বিষয় নিয়ে। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে এই বিষয়ে কী নীতি নির্ধারণ করছে, তা আদালতকে জানানোর জন্য।
আবেদনকারীদের অভিযোগে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ভারতীয় স্বামীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন বহু স্ত্রী। পণ নিয়েও অত্যাচার করা হচ্ছে। কাউকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না দীর্ঘ সময় ধরে। আবার কাউকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের এবং সন্তানদের ভরণপোষণের ব্যবস্থা হয়নি। শ্বশুরবাড়িতেও তাঁরা ভালো ব্যবহার পাচ্ছেন না, তাই অবিলম্বে গ্রেফতার করা হোক তাঁদের স্বামীদের। আর গ্রেফতার করে তাদের দেশে ফেরত নিয়ে আসুক সরকার। আরও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক এবং এই নিয়ে কেন্দ্র একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করুক যাতে বিবাহিতরা হয়রানির শিকার না হতে পারেন এনআরই-দের হাতে।
এনজিও ‘প্রবাসী লিগ্যাল সেল’ জানায় বিদেশে বসবাসকারী ভারতীয়রা দেশে এসে জাঁকজমক করে বিবাহ করেন। তারপর কয়েক সপ্তাহ পর বিদেশে পাড়ি দেয় একা এবং স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু স্ত্রীর আর বিদেশে যাওয়া হয় না। অনেকে সন্তানসম্ভবা স্ত্রী ফেলে রেখেও যায়। পরে আর স্ত্রীর খোঁজ রাখে না। স্ত্রী সন্তান পরিত্যক্ত অবস্থায় দেশে অপেক্ষা করতে থাকে মাসের পর মাস বছরের পর বছর। তাই এই অবিচার দূর করা প্রয়োজন। এ ধরনের স্বামীদের গ্রেফতার করা– চাকরি-ব্যবসা থেকে আলাদা করে দেওয়া ও পাসপোর্ট বাতিল করে দেওয়ার দাবি জানাচ্ছে তারা সুপ্রিম কোর্টে।
একটি মন্তব্য পোস্ট করুন