পুবের কলম, নয়াদিল্লি: যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই তাঁকে ঘাসফুলের মহিলা কর্মীরা ঘিরে ধরছে। বাঁধা দিচ্ছে প্রচারে।এমনই অভিযোগ পদ্ম শিবিরের। এরপরই শুভেন্দু অধিকারীর সুরক্ষায় পুরুষ CRPF এর পাশাপাশি দেওয়া হচ্ছে মহিলা CRPF।
নিরাপত্তা বেড়েছে অনেক আগেই। এবার সেই নিরাপত্তায়
বাড়তি সংযোজন। পুরুষ জওয়ানরা তো থাকছেনই। পাশাপাশি শিশির পুত্রের নিরাপত্তায় থাকবেন
মহিলা CRPF ও। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? পদ্ম শিবিরের অভিযোগ, যেখানেই প্রচারে যাচ্ছেন
শুভেন্দু সেখানেই তাঁকে বাঁধা দিচ্ছে তৃণমূলের
মহিলাকর্মীরা। তাদের নিয়ন্ত্রণে আনতে এবার আসছেন মহিলা CRPF ও। তমলুকে বিজেপির সাংগঠনিক সহ সভাপতি প্রলয়
পালের অভিযোগ, দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তৃণমূল মহিলা কর্মীদের। শুভেন্দু অধিকারীর কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। সব দিক ভেবেই
শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে এল মহিলা CRPF ও।
আগামীকাল মহারণ নন্দীগ্রামে। প্রচারে ব্যস্ত ওই
কেন্দ্রের ২ হেভিওয়েটই। তার আগে বাড়ানো হল শুভেন্দু অধিকারীর নিরাপত্তা।
একটি মন্তব্য পোস্ট করুন